যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে রোববার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপি কৃষি মেলা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, যশোর জেলার মাটি উর্বর। এ মাটিতে সব ধরনের ফসল জন্মে। তাই সকলের উচিৎ বাড়ির আঙ্গিণা, অফিসের খালি জায়গা কোন না কোন ফলের গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের কোন জায়গা অনাবাদি থাকবে না। সেটা বাস্তবায়ন করতে হবে। তাহলে সবাই উপকৃত হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী,জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুরুল হক।
সদর উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএডিসির যুগ্ম পরিচালক(সার) রোকনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের ,লেবুতল ইউনিয়নের কৃষক মোহন কুমার ঘোষ প্রমুখ। এর আগে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। মেলায় ২০টি স্টল বসানো হয়েছে।