জাফর আলম, কক্সবাজার :
আধুনিক ও যুগোপযোগী ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার আই.কে টাওয়ারে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়।
শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১ টায় শামলাপুর বাজার আই.কে টাওয়ারে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করেন প্রধান অতিথি বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।
সভাপতিত্ব করেন, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হামিদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমএ মনজুর,সাইফুল্লাহ কোং, হুমায়ুন কাদের মেম্বার,আব্দুল হক মেম্বার ও আইএফআইসি ব্যাংকের নিকটস্থ শাখার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ব্যাংকের ম্যানেজার হামিদুর রহমান উপস্থিত সকলকে ব্যাংকের প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি ব্যাংকিং সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।