ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার ষ্টাফ রিপোর্টার, সিএনএন বাংলা টিভি ভোলা দক্ষিন প্রতিনিধি সাংবাদিক মেহেদি হাসান মোর্শেদকে প্রাণনাশ ও ঘুমের হুমকি দেয় অজ্ঞাত ব্যক্তি। এবিষয় বোরহানউদ্দিন থানায় জিডি করা হয়েছে।
গত ২০ নভেম্বর সকাল পৌনে ১০টার সময় “০১৩০৮৮৭৪১৪৪” নাম্বার থেকে সাংবাদিক মোর্শেদ এর ব্যক্তিগত “০১৭১২৮৯১৮৭০” নাম্বারে অজ্ঞাতনামা একজন ব্যক্তি কল দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয়। অজ্ঞাতনামা ওই ব্যক্তি বিভিন্ন ধরনের অশ্লীল ও কুরুচিপূর্ন ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। রাস্তাঘাটে একা পাইলে পিটিয়ে পঙ্গু করবে। হাতে পায়ের রগ কেটে দিবে ও গুম করবে বলে বিভিন্ন ধরনের হুমকি দেয়। যাহা মোবাইল ফোনের কল রেকডিং সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় সাংবাদিক মেহেদী হাসান মোর্শেদ বাদী হয়ে ঐদিন বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার নং – ১০৮৪।
সাংবাদিক মেহেদী হাসান মোর্শেদ জানান, ২০ নভেম্বর সকালে নিম্নোক্ত ‘০১৩০৮৮৭৪১৪৪’ নাম্বার হইতে আমার ব্যক্তিগত এই ‘০১৭১২৮৯১৮৭০’ নাম্বারে অজ্ঞাতনামা একজন ব্যক্তি কল দিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। ঐ ব্যক্তি বিভিন্ন ধরনের অশ্লীল ও কুরুচিপূর্ন ভাষায় গালিগালাজ করে এবং আমাকে প্রাণনাশ ও ঘুমের হুমকি প্রদান করে। এতে করে আমি প্রাণ সঞ্চয়ের ভয়ে আছি। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির আচরণে আমি ভীতসন্ত্রস্ত হয়ে পরেছে এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত ব্যক্তিদ্বারা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশংকা করছি বিধায় ঐদিন বোরহানউদ্দিন থানায় হাজির হয়ে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।