অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, অলাভজনক বিনিয়োগ ও বিপুল পরিমাণ অনিষ্পন্ন বীমা দাবীর বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পক্ষ হতে অসন্তোষ প্রকাশ করা হয়।
বীমা দাবী আদায় নিশ্চিত ও বীমা খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২১ নভেম্বর ১১টায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সাথে আইডিআরএ-র একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইডিআরএ’র চেয়ারম্যানের সভাপতিত্বে উক্ত সভায় কর্তৃপক্ষের সকল সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর (অব:) এম. এ. মান্নানসহ পরিচালকবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। কোম্পানিটির বীমা প্রিমিয়াম আয়, বীমা রিনিউয়ের হার, ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ডের পরিমাণ, বিনিয়োগ, অনিষ্পন্ন বীমা দাবীর পরিমাণ, পরিশোধিত বীমা দাবীর পরিমাণ ইত্যাদি বিষয়ে সভায় উপস্থাপন করা হয়।
অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, অলাভজনক বিনিয়োগ ও বিপুল পরিমাণ অনিষ্পন্ন বীমা দাবীর বিষয়ে আইডিআরএ-র পক্ষ হতে অসন্তোষ প্রকাশ করা হয়। বিস্তারিত আলোচনার পর কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় হ্রাস, লাইফ ফান্ড যথাযথ বিনিয়োগ এবং দ্রুত বীমা দাবী পরিশোধসহ সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়।