লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে অধ্যাপক কামরুন নাহার হারুনের যোগদান
ছাত্র-শিক্ষকদ ও পরিচালনা পর্ষদের সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর জেলার একমাত্র ইউনানী মেডিকেল কলেজ রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পদে যোগদান করেন বিশিষ্ট লেখক,শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক কামরুন নাহার হারুন। গ্রামীণ জনপদে পরিচালিত এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদ অলঙ্কৃত করায় অধ্যাপক কামরুন নাহার হারুনকে আজ (২১ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে কলেজের ছাত্র-শিক্ষক ও পরিচালনা পর্ষদ কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজের প্রতিষ্ঠাতা হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্্ফ) বাংলাদেশ এর এমডি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। কলেজের উপদেষ্টা বিএমএ লক্ষ্মীপুর জেলার সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্্ফ) বাংলাদেশ এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিসুল হক,পরিচালক (মার্কেটিং) মো. শরীফুল ইসলাম,উপ-পরিচালক (প্রশাসন ও এস্টেট) মিজানুর রহমান।
উল্লেখ্য,হামদর্দ এমডি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া গ্রামীণ জনপদে শিক্ষা বিস্তার এবং কর্মমুখী ও সেবামূলক শিক্ষা কার্যক্রমের জন্য সারাদেশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। তিনি নিজ জন্মভূমি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্ত পাড়ায় এই কলেজটি এবং আয়েশা (রাহ.) মহিলা কামিল মাদরাসা নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন।