যশোর এনএম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাঈল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান,যশোর পৌর মেয়রের সহধর্মিনী ফেরদৌসী বেগম রোজি।
বিদ্যালয়ের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আফরোজা সুলতানা । এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শিরিন সুলতানা,বারান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খানমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অনুষ্ঠানে ৭৫ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ, ১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান কতরা হয়। শেষে উদ্বোধন করা হয় গন্থগারের।