যশোর জিলা স্কুলে ৬৪ জন ছাত্রের মাঝে স্টুডেন্ট অফ দ্যা মানর্থের মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও স্টুডেন্ট অফ দ্যা মানর্থের মেডেল, সনদ বিরণ অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক বিজয়ী ৫৪ জন ছাত্রের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোরয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম।
প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক প্রভাতী শফিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক দিবা মহিউদ্দীন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান প্রমুখ।