গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নব-নির্বাচিত চেয়ারম্যানের মতবিনিময়
গাজীপুর জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লা গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শপথ গ্রহণ করে আজ বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা পরিষদে আগমন করে জেলা পরিষদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.আশরাফুল ইসলামের পরিচালনায় পরিচিতমূলক এ মতবিনিময় সভায় জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ছাড়াও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় জেলা পরিষদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিচয় প্রদান করে নব-নির্বাচিত পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন। এ সময় কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমানত হোসেন খানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো.মোতাহার হোসেন মোল্লার দায়িত্বভার গ্রহণ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা কৃষকলীগের সভাপতি মো.আতিকুর রহমান লিটনের পরিচালনায় জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ছাড়াও নব-নির্বাচিত সদস্য আনিসুর রহমান আরিফ, এড.আমানত হোসেন খানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। দোয়া পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আকতার হোসেন গাজীপুরী।
উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর আগামী মিটিংয়ের মাধ্যমে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।