যশোরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে প্রধান অতিথি হিসেবে বেলুন ,ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
তিনি বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দেশের অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সেটা হচ্ছে কোথাও কোন আগুন লাগলে তারা জীবনের ঝুকি নিয়ে আগুন নিভিয়ে মানুষকে প্রানে বাঁচায়। এক্ষেত্রে তারা নিজের জীবনের কথা ভাবে না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালেহ উদ্দীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়ল স্টেশন অফিসার আজিজুর হক প্রমুখ।