এস রুহুলের মৌলিক গান ‘তালা’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বিনোদন প্রতিবেদক: সুদীপ দেবনাথ (রিমন)
বর্তমান সময়ে ফেসবুক ও বিভিন্নপেইজে তালা শিরোনামের একটি গান দেখা যাচ্ছে । জনপ্রিয় অনেক শিল্পীরাও তালা গানটি গেয়ে তাদের ফেসবুক ও বিভিন্ন পেইজে আপলোড দিচ্ছেন। এস রুহুলের কন্ঠে তালা শিরোনামের এ মৌলিক গানটি রিলিজ হওয়ার পর পরই গানটি গানের দর্শকদের নজরে আসে। “সব দরজায় তালা আমার সব দরজায় তালা” এমন সুন্দর কথায় গানটি লিখেছেন প্রসেনজিত ওঝা, সুর ও কন্ঠ দিয়েছেন এস রুহুল। সংগীত আয়োজনে শোভন রায়।
শীর্ষ খবর পত্রিকার প্রতিনিধিকে এস রুহুল বলেন – তালা গানটি ব্যাপক সাড়া পাচ্ছি, জনপ্রিয় কন্ঠ শিল্পী বেলাল খান, মিউজিক ডিরেক্টর সুমন কল্যাণ, জনপ্রিয় ফোক শিল্পী রাজু মন্ডল, অবিনাশ বাউল , বাংলার গায়েনের কিরন বাউল, বাউল মাসুম সহ নবীন ও প্রবীণ অনেক গীতিকার ও সুরকারেরা গানটির বেশ প্রসংশা করেছেন।
এ সময়ে ফেসবুক ও বিভিন্ন পেইজেও গানটি ভাইরাল হয়েছে। গানটি ৩৫০ এর বেশি শেয়ার হয়েছে। নবাগত অনেক সুরকার ও কন্ঠ শিল্পীরা গানটি গেয়ে পাঠাচ্ছে শিল্পীর ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমুতে। ১০০ অধিক এ গানটি কভার করে গেয়েছে বিভিন্ন গানের মানুষরা। বিভিন্ন আন অফিশিয়াল ইউটিউবসহ বিভিন্ন পেইজে গানটি এখন চলছে। গানটি রেডিও টুডে ডিএস ইউ বিডি পেইজে মুক্তি পেয়েছে। এছাড়া প্রবাসীরা প্রতিনিয়ত ফোন ও মেসেজের মাধ্যমে জানাচ্ছে যে তাদের গানটি অনেক ভালো লেগেছে।