কমলনগরে উপকূল দিবস পালনে আলোচনা অনুষ্ঠিত।
এ আই তারেক/কমলনগর,লক্ষ্মীপুর:
১৯৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ও ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবিতে প্রস্তাবিত উপকূল দিবস পালন করেছে লক্ষ্মীপুর কমলনগরে ” উপকূল যুব স্বপ্নের বাংলা “।
শনিবার (১২ নভেম্বর) বিকালে সংগঠনটির অফিস কক্ষে সংগঠনের সভাপতি মোঃ আবুল কালাম সভাপতিত্বে উপকূল দিবস ২০২২ আলোচনায় আরো বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মিঠু, লক্ষ্মীপুর ২৪ ডটকমের সম্পাদক সানা উল্লাহ সানু,কমলনগর প্রেসক্লাব সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ ফয়েজ, সাধারণ সম্পাদক এ আই তারেক, সাংবাদিক আমাজাদ হোসেন আমুসহ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বেলাল,যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সহ সংগঠনের অনেকে।
আলোচনা , ‘দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। যে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণ করা হবে, তাদের স্মরণে ও উপকূলের উন্নয়নে কেন একটি দিবস হবে না?’ বলে জানান বক্তরা।