শোকের মাসে কাপাসিয়ার মুক্তিযোদ্ধাদের আলোচনা
মাহাবুর রহমান, গাজীপুর:: শোকের মাস আগস্ট, সেই উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পরিষদ মিলনায়তন কক্ষে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন কর্মসূচির ধারাবাহিকতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা, এম এ গণি ও মাইন উদ্দিন আহমেদ।
অন্যান্য অতিথিদের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার , কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম, উপজেলা আ’লীগের সাধারণত সম্পাদক মিজানুর রহমান প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমুসহ উপজেলার প্রায় দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।