শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।।
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের আনুর দোকান এলাকায় পাহাড় কেটে বসতি স্থাপনের অপরাধে একজনকে ৯০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়ার নেতৃত্বে রবিবার বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে এ অভিযান।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি ভবিষ্যৎতে আর কোন স্থাপনা করবে না এবং অবৈধ স্থাপনা দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলার অংগীকার করেন। এই সময় কক্সবাজার উত্তর বনবিভাগের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, রবিবার সন্ধ্যায় সদরের পিএম খালী ইউনিয়নের তোতুক খালী এলাকায় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও ১০০০ টাকা অর্থদণ্ড দিয়ে ভ্রাম্যমান আদালত।