আজ সীমান্ত সম্ভারের আটলান্টিক হলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ফার্স্ট ক্যাবিনেট মিটিং এ লায়ন গভার্নার প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরীর (এমজেএফ) হাত থেকে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এর সার্টিফিকেট গ্রহণ করেন লায়ন ড.জাহিদ আহমেদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভার্নার লায়ন ফারহানা নাজ এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভার্নার লায়ন সাব্বির মোহাম্মদ সায়েম এবং অন্যান্য কেবিনেট সদস্যরা।
লায়ন্স ক্লাব অফ ঢাকা স্টার এইমারস এর সভাপতি লায়ন রোকেয়া বেগম মীনা ও সেক্রেটারি গোলাম সারোয়ার মানিক সহ সকল লায়ন নেত্রীবৃন্দ ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুলের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন ও অভিনন্দন জানিয়েছেন।