রোটারি ক্লাব অব গাজীপুরের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রোটারি ক্লাব অব গাজীপুরের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর ক্লাবে রোটারি ক্লাব অব গাজীপুরের সাপ্তাহিক মিটিংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে আমের চারা তুলে দেওয়ার মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের আগে ক্লাবের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সোহেল রানার সভাপতিত্বে এবং সেক্রেটারি আশরাফুল আলম দোলনের পরিচালনায় ক্লাবের ১৪৬৪ তম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডা.নন্দিতা মালাকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ডিজির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোস্তফা বারী রাজু, আইপিপি খালেদ মাহবুব মোর্শেদ কাজল, ক্লাব এক্সিকিউটিভ অধ্যক্ষ শরিফুল ইসলাম, ক্লাব ট্রেজারার মো.রফিকুল ইসলাম প্রমূখ।
২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ টি ফলজ, বনজ, ঔষধি ও ফুল-শুভা বর্ধন বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে সভা শেষে গাজীপুর মহানগরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর মেট্রোপলিটন কলেজ, কাজী সিরাজ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ উপজেলায়, কাপাসিয়ার একটি মসজিদ ও একটি পাঠাগারসহ এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, সভাপতি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অতিথি বৃন্দ বৃক্ষের চারা তুলে দেন। এ সময় রোটারি ক্লাব অব গাজীপুরের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।