শাহজাহান চৌধুরী শাহীন, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।।
কক্সবাজার জেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত ১০ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শেষ হয়েছে।
মেলায় অংশ নেয়া নির্বাচিত নার্সারী মালিকদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়।

২ আগষ্ট ( মঙ্গলবার) বিকাল ৫ টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার।উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক ড.প্রান্তোষ চন্দ্র রায়ের স্বাগত বক্তব্য রাখেন।
সমাপনী অনুষ্ঠানে ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং ও ধোয়াপালং বিটে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের ১ কোটি ৭৪ লাখ টাকার চেক তুলে দেন অথিতিরা। মেলায় অংশ নেয়া নির্বাচিত ৩ টি নার্সারী মালিককে ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয় ।

অনুষ্ঠানে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার ঘোষ, এ্যাডভোকেট আয়াছুর রহমান, নেকমের ডেপুটি ডিরেক্টর ডক্টর শফিকুর রহমান, দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা, ধোয়াপালং রেঞ্জে কর্মকর্তা সাজ্জাদ হোসাইন, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমানসহ বনবিভাগের বিট কর্মকর্তা, স্টাফ এবং দর্শনার্থী উপস্থিত ছিলেন। দুই বছর পর অনুষ্ঠেয় বৃক্ষমেলা নিয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেড়েছিল বলে জানান অংশগ্রহণকারীরা।