আদালতের আদেশ অমান্য করে জমি দখল সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
নাজিম উদ্দিন রানা:
লক্ষ্মীপুরে ভূমিদস্যু বিপ্লব আদালতের অদেশ অমান্য করে জমি দখল প্রান নাশের হুমকি সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার সকালে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন মনির আহম্মদ ,এসময় ভুক্তভোগী মনির বলেন সদর উপজেলার ভবানীগন্জ ইউনিয়নের আলীপুর মৌজার আর এস ১৫৭নং খতিয়ান ভুক্ত ১০৫ ও ১০৬ দাগ অন্দরে ১২ শতাংশ শরীফপুর মৌজার সি এস ১৪৫/১নং খতিয়ানে এস এ ১৫২ খতিয়ান ভুক্ত ২৯১ দাগে বর্তমান ডিভিশন জরিপে ২১০ নং ডিপি খতিয়ান হাল ২১৫ দাগে ২ শতাংশ একুনে দুই মৌজাতে মোট ১৪শতাংশ ভূমি সিনিয়র সহকারী জজ আদালতে রায়ে খরিদ ও ওয়ারিশ সূত্রে মনির আহম্মদ ভূঁইয়া। বিপ্লবের দখলকৃত জমি থেকে আদালতের নির্দেশ মোতাবেক তাকে গত ২৫ /৭/ ২০২২ইং তারিখে তাকে উচ্ছেদ করা হয়। বিপ্লবকে জমি থেকে উচ্ছেদ করার কারনে বর্তমানে মনির কে হুমকি-ধমকি দিয়ে আসছে,আদালতের রায় এবং উচ্ছেদ অমান্য করে গত ২৭/ ৭ /২০২২ গভির রাত্রে মোক্তার হোসেন বিপ্লব সন্ত্রাসী দিয়ে উক্ত জায়গা দখল করে, এবং মনির আহম্মদ ও তার পরিবারের লোকজনকে এলাকা ছাড়া করার হুমকি ও দেওয়া হয় বিপ্লবের এমন অমানুষিক কর্মকান্ডে মনির আহম্মদ বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে যাহার নং ১৫৩০ তাং ২৫/৭/২২।