নোবিপ্রবিতে বৃহত্তর বরিশাল স্টুডেন্টস ফোরামের নতুন কমিটি, নেতৃত্বে মাহাদী-জোভান।
নোবিপ্রবি প্রতিনিধি:
আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন ‘বৃহত্তর বরিশাল স্টুডেন্টস ফোরাম’।
শনিবার (৩০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তালিকা প্রকাশ করে সংগঠনটি। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৪ তম আবর্তনের কৃষি বিভাগের আব্দুল্লাহ আল মাহাদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই আবর্তনের শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. নাঈম আকন জোভান।
এছাড়া নতুন কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে ইসরাত জাহান সাফা, আসাদুজ্জামান আসাদ, মিফতাহুল হাসান সাব্বির, ফয়সাল ও ওমর ফারুক জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সোহান মাহমুদুল হাসান, মীর ফাহিম, তরিকুল ইসলাম, হুমায়রা ইসলাম হিবা, ইয়াসিন উদ্দিন অমিত, সাংগঠনিক সম্পাদক হিসেবে জিহাদ রানা, হাসান, সিহাদ সাকিন, শরিফ বখতিয়ার, তাজমিন হক স্বর্ণা, তুষার শুভ্র, দপ্তর সম্পাদক হিসেবে মো. রাজু মিয়া, উপ-দপ্তর সম্পাদক হিসেবে নিশাত তাসনিমসহ বিভিন্ন পদে মোট ৪২ জন নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. নাঈম আকন জোভান বলেন, ‘আমার কাছে কমিটিতে পদ পাওয়াটাই বড় কথা নয়, পদ পাওয়ার পরে যে সকল দায়িত্ব গুলো আছে সেই দায়িত্বগুলো পালন করাটাই বড় কথা। আমি আমার জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব অর্পিত দায়িত্বগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য। ফোরামের আগামী সকল কাজে সাবেক কমিটির পরামর্শে, শিক্ষকদের নির্দেশনায় এবং বর্তমান কমিটির সকল সদস্যদের একসাথে নিয়ে দায়িত্বগুলো পালন করবো।’
নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী বলেন, ‘বৃহত্তর বরিশাল স্টুডেন্টস ফোরামের সভাপতি হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। উপদেষ্টামণ্ডলী ও সাবেক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাে ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তার যথাযথ মূল্যায়ন করতে চেষ্টা করবো। সংগঠনটি আমাদের একটি পরিবার। পরিবারের সকল সদস্যকে সাথে নিয়ে পথ চলবো। পাশাপাশি সংগঠনটি আরও গতিশীল করতে চেষ্টা চালিয়ে যাব।’