ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইবি বুননের ব্যতিক্রমী আয়োজন।
মোঃ মাহমুদ/ইবি প্রতিনিধি:
গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের তৃঞ্চা নিবারণে সুপেয় পানির ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’।
শনিবার (৩০ জুলাই) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই ব্যবস্থা করে সংগঠনটির সদস্যরা।
সংগঠন সূত্রে, ক্যাম্পাসের পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, অনুষদ ভবন, মীর মশাররফ হোসেন ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন ও ডায়না চত্বর সহ বিভিন্ন স্থানে পানির জার ও প্লাস্টিকের গ্লাস মজুদ রাখা হয়।
সংগঠনটির সভাপতি রাফিউল ইসলাম বলেন, তীব্র গরমে তৃঞ্চা নিবারণের জন্য এই উদ্যোগ নিয়েছি। বুননের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য এমন আয়োজন করতে পেরে আমাদের ভালো লাগছে। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ‘রং তুলিতে, স্বপ্ন বুনি’ এই শ্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিষ্ঠিত হয় রংতুলির ‘বুনন’। প্রতিষ্ঠা লাভের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এ সংগঠনটি জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্ট ও শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার কাউন্সিল করে থাকে সংগঠনটি।