তৃতীয় দফায় কাপাসিয়ার ১৬১ টি পরিবার পেলো জমিসহ ঘর।
মাহাবুর রহমান,গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় ভূমিহীন ও গৃহহীন ১৬১ টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা সরকার, সহকারী কমিশনার ভূমি
রুবাইয়া ইয়াসমিন, উপজেলা আ’লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২৬ হাজার ২শ ২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে কাপাসিয়া উপজেলায় ১শ ৬১টি জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।