চরফ্যাশন উপজেলা প্রশাসনের তত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জালের দোকান থেকে এক লাখ মিটার কারেন্ট জাল ও ৯০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। মঙ্গলবার (৫জুলাই) বিকেলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন বাজারে অবৈধ জালের দোকান ও গুদামে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল মতিন খান এ অভিযান পরিচালনা করেন। সূত্রে জানা গেছে, মৎস্য অফিস ও কোস্ট গার্ড এর সম্মিলিত সহায়তায় পৌর বাজারের সোনালী রোড এবং থানা মসজিদ সংলগ্ন মেসার্স হাজি ট্রেডার্স ও আরিয়ান ট্রেডার্সসহ কয়েকটি জালের দোকান গুদাম থেকে এক লাখ মিটার কারেন্ট জাল ৯০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় দোকান মালিক ও কর্মচারীদের তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসব অবৈধ জালের কারণে নদীতে মাছের বৃদ্ধির হার কমে যাচ্ছে বলে জানান,সহকারি কমিশনার (ভূমি) আবদুল মতিন খান। অভিযানে উপস্থিত ছিলেন, মেরিন ফিসারিজ কর্মকর্তা সাইদুর রহমান ও কোস্টগার্ড চর মানিকা কন্টিনজেন্ট কমান্ডার সুলতান আলীসহ অন্যান্য সদস্যরা।