ইবিতে হলের ডাইনিং ও হোটেলসমূহে পুষ্টিকর খাবারের মান নিশ্চিতকরণের দাবি।
ইবি প্রতিনিধি :
হলের ডাইনিং ও ক্যাম্পাসে অবস্থিত হোটেল সমূহের খাবারের মূল্যবৃদ্ধি ও মান নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন পালন করেন তারা। এসময় তাদের হাতে বিভিন্ন প্রতিবাদী পোস্টার দেখা যায়। যেখানে খাবারের নিম্ন মান, সরকারের ভর্তুকি বাড়ানো ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, অর্থ-সম্পাদক রিপন রায়, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মোর্শেদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য ইয়াসিন কবির সৌরভ,লিমন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ খাদ্যের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। বর্ধিত যে মূল্য বৃদ্ধি করা হয়েছে এটি অবিলম্বে প্রত্যাহার করে পূর্বমূল্যে হোটেল-ডাইনিংয়ের খাবারের মান প্রদর্শন করতে হবে। নিরাপদ খাদ্য অবিলম্বে নিশ্চিত করে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে হবে।
এদিকে দুপুর ২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা খাবারের মান বৃদ্ধি সংক্রান্ত সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরাবর প্রদান করেছে।
দাবি গুলো হলো, হলের ডাইনিং সমূহে বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্ব মূল্য নির্ধারণ। শিক্ষার্থীদের সাথে পরামর্শ ব্যতিরেকে ও প্রশাসনের অনুমতি ছাড়া হলের ডাইনিং সমূহে প্রায়ই হঠাৎ মূল্যবৃদ্ধি বন্ধ। ক্যাম্পাসে অবস্থিত হোটেল ও হলের ডাইনিং সমূহে পুষ্টিকর খাবারের মান নিশ্চিত করণ। খাবার পরিবেশনের স্থান ও রান্নাঘর পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
এছাড়াও হলের ডাইনিং সমূহে ভর্তুকি বৃদ্ধি। ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত হোটেল সমূহে খাবারের মূল্য প্রশাসন কর্তৃক নির্ধারণ করে মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করণ। হলের ডাইনিং সমূহে ও ক্যাম্পাসের অভ্যন্তরের হোটেল সমূহে খাদ্যের মান ও দাম নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠন পূর্বক নিয়মিত তদারকি করা।