কাপাসিয়ায় পুকুরে ডুবে ৩য় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু
কাপাসিয়ায় মার সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ছেলের মৃত্যু হয়েছে। তার নাম রোহান (৯)।
সে উপজেলার টোক ইউনিয়নের নয়াসাঙ্গুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাসুদা আক্তারের ছেলে। সে একই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়,শুক্রবার দুপুরে স্কুল শিক্ষিকা মার সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় রোহান। মা পুকুরে নামার আগেই পাড় থেকে লাফ দিয়ে পুকুরে তলিয়ে যায় ছেলে। মা তাকে খুঁজে না-পেয়ে চিৎকার করিলে আশে-পাশের লোকজন এসে
গভীর পুকুর থেকে উদ্ধার করে আমরাইদ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাজহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না-থাকায় বিনা ময়নাতদন্তে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।