আহমেদ সাব্বির রোমিও : বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলার বীর ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মরোনত্তোর সন্মাননা প্রদান করা হলো রাজবাড়ীর একজন মহিয়ষী নারী,সমাজ সেবিকা মরহুম সালেহা বেগমকে। প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান এর নিকট থেকে মহিয়ষী নারী মরহুম সালেহা বেগম পক্ষে মরোনত্তোর রত্নগর্ভা মা সন্মাননা গ্রহণ করছেন তাঁর সুযোগ্য সন্তান ড. শেখ মহঃ রেজাউল ইসলাম,অতিরিক্ত সচিব ও ড. জাহিদুল ইসলাম, কনসালটেন্ট,কনকড’ গ্রুপ এবং চেয়ারম্যান স্পাইড এর হাতে এই সন্মাননা তুলে দেয়া হয় বাংলার বীর ফাউন্ডেশন এর পক্ষ থেকে। এ ব্যাপারে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ড. রেজাউল ইসলাম এবং ড. জাহিদুল ইসলাম জানানবিশ্ব মা দিবসে অনেকেই মাকেস্মরণ করেন। কিন্তু আমরা আমাদের মাকে এবং বিশ্বের প্রতিটি মাকেই শ্রদ্ধার সাথে স্মরণ করি।আসলে কোন দিবস মনে হয় বিশেষ ভাবে কিছু মনে করিয়ে দেয়। মা এর বেলায় প্রতিদিনই সন্তানের কাছে মা দিবস।মায়ের সমান্তরাল কেউ দাঁড়াতে পারে না। এ দুনিয়ায় মায়ের ভালবাসা নির্মল। সন্তানের প্রতি অগাধ ভালবাসা দুনিয়ার প্রতিটি মাকে আবেগপ্রবন করেছে,আনন্দে আপ্লুত হয়েছে মায়েরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সবসময় ।বাংলার বীর ফাউন্ডেশনকে এই ধরনের একটা পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ জানাই।
আব্বা তার বেতনের টাকা দিয়ে অনেক জমি কিনেছেন আমাদের গ্রামের মাঠে।যদিও অনেক জমি গড়াই নদীর ভাংগনের ফলে কমে গেছে।১৯৭৩ সালে আমরা বালিয়াকান্দি থানা প্রপারে চলে আসি।এখানেই পড়ালেখা করেছি।থাকতাম স্কুলের বাসায়।খুব ভাল একটা বাসা ছিল।তখন একমাত্র পাকাপোস্তা ঘর বালিয়াকান্দির।
গ্রামের কোন মানুষ আমাদের বাসায় আসলে আমাদের মা না খাইয়ে কোনদিন তাদের যেতে দেননি। এমনি তেই ৩/৪ জনের খাবার বেশী রাঁধতেন তিনি।
গরীব মানুষকে প্রচন্ড ভালবাসতেন,নিজের চিন্তা না করে সবকিছু দিয়ে দিতেন।ফেরেশতার মত মা ছিল আমাদের।আমাদের মেঝো কাকা আর্থিকভাবে কিছুটা দুর্বল ছিলেন। মা আব্বাকে বলতেন,যেভাবেই হোক মজিদকে(আমাদের মেঝো কাকা)আর্থিকভাবে সাবলম্বী করতে হবে।আব্বা তাই করার চেস্টা করেছেন।আজকাল এভাবে পাওয়া মুশকিল।
ড. রেজাউল ইসলাম আরও জানান স্কুলে আমাদের কবিতা মুখস্থ করে বলতে হত।আমার মনে আছে আমার মাকে বই দিতাম আর আমি কবিতা আবৃত্তি করতাম। আমি ঠিকভাবে বলতে পেরেছি কিনা,উনি বলে দিতেন। আমার মা ভাল বাংলা,ইংরেজি, অংক জানতেন।পদ,কারক,সমাস,বাগধারা সম্পর্কে পরিষ্কার ধারনা ছিল তাঁর। পাটী গনিতও খুব ভাল পারতেন। কাল(Tense)এর ১২ টা ফর্ম Transformation সহ খুব ভালভাবে আয়ত্ত্ব করেছিলেন তিনি যা আমাদের শিখাতেন। আমার মায়ের কবি জসীম উদ্দিনের “কবর” কবিতাটি মুখস্থ ছিল এবং খুব সুন্দর ভাবে আবৃত্তি করতেন। অত্যন্ত ধম’ভীরু ছিলেন তিনি।৫ ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন।আমার মায়ের কাছেই কোরআান তেলাওয়াত শিখেছি আমরা।সুরা আর রাহমান মুখস্থ ছিলো। প্রায়ই পাঠ করতেন। গুনগুন করে নির্ভুল ভাবে ও সঠিক সুরে গান গেতেও শুনেছি।তিনি হামদ-নাত পরিবেশন করতেন আর আমাদের শোনাতেন।খুব হাসিখুশি থাকতেন আমার মা। মনে কোন অহংকার ছিল না।সুন্দর রান্না করতে পারতেন। আমাদের অনেক খাইয়েছেন।
আমার মনে আছে আমি তখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একদিন হঠাৎ দেখি আমার মা অনেক কিছু রান্না করে হলে এসে হাজির।এসে বললেন, হলে কি খাস না খাস আমি নিজহাতে রেঁধে নিয়ে এসেছি।ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়া অবস্থায় এই কাজটিই করতেন আমার মা।সব সময় আমাদের ভালো রাখার,ভালো খাওয়াবার চেস্টা করতেন।
কৃষি ভার্সিটিতে পড়ালেখা শেষ করে সুগার মিলে চাকুরী নিয়েছি,বাংলাদেশ সিভিল সার্ভিসে ঢোকার আগে।সবেমাত্র বিয়েও করেছি। মাত্র ১০/১২ দিন আমার স্ত্রী এলি আমাদের বাসায় এসেছে,নতুন বউ। আমি সুগার মিল থেকে বাসায় এসেছি। আমার মাকে বললাম,খেজুরের কাঁচা রসের পায়েস খাই নাই। আমি আগামীকাল সুগার মিলে চলে যাব।ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিল।
আমার মা কিন্তু ঠিকই মনে রেখেছেন আমি খেজুর রসের পায়েস খেতে চেয়েছি।আমার মনেও ছিল না আমি খেজুরের কাঁচা রসের পায়েস খেতে চেয়েছি।আমাদের বাসার পাশেই সেদিন খেজুরের গাছ কেটেছিল(স্থানীয় ভাষায় গাছ ঝুরা বলে)। রাত ১২/১ টার দিকে খেজুরের রস সংগ্রহ করে আমাকে পায়েস রেঁধে খাইয়েছিলেন আমার মা, যা আজও আমার মনে পরে।আমার স্ত্রী এলি পায়েস রাঁধতে সাহায্য করেছিলো।অত রাতে পায়েস রাঁধার কারন আমি তার পরদিন ভোরেই কর্মস্থল ঝিনাইদহ চলে আসবো। এলিকে আমার আব্বা আম্মা খুব ভাল বাসতেন। আজ আর মায়ের মত কেউ খাওয়াতে পারে না।
অসুখ বিসুখ হলে সারারাত জেগে থেকেছেন আমার মা।শীতের দিনে গরম পানি আর সাবান দিয়ে গোসল করাতেন।অনেক কষ্ট করতেন আমাদের জন্য। আমরা ৪ ভাই এক বোন।সবাই খুব মিলেমিশে আছি। এক জায়গায় সবাই হলে গল্প গুজবে কেটে যায় অনেকটা সময় । কেউ কোনদিন চোখ উঠিয়ে কথা বলে না আমার উপর। আমি সবার বড়।আমার ইমিডিয়েট ছোট ভাই রঞ্জু আমার বন্ধুর মত।ও কৃষি বিভাগের অফিসার। আমরা সব কিছু শেয়ার করি।মা বাবার কথা বারবার আসে।ছোট ভাই তারেকুল ইসলাম, সিংগাইর থানায় আছে।
আমার আব্বার একটু জ্বরও হতে দেখিনি কোনদিন।আমি সবেমাত্র বিসিএস ক্যাডারে চাকুরী নিয়েছি।হাসিখুশি একটা পরিবারে বিপয’য় নেমে আসলো। আমার আব্বা হঠাৎ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন।এই শোকে আমার মাও চলে গেলেন অসময়ে!একেবারেই অসময়ে!আমরা চিন্তাই করতে পারি নাই এতো অল্প বয়েসে আমরা বাপ মা হারাবো। আমার মা মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে একটা কথা বলেছিলেন—-সেটা হল আমার আব্বার জমি জমা নিয়ে।মা আমাকে বলেছিলেন- যদিও তোমার আব্বা নিজের চাকুরীর টাকায় তার নামে জমি জমা কিনেছেন, তুমি অবশ্যই সে সব জমির ভাগ তোমার চাচাদের দিয়ে দিও।আমি আমার মায়ের কথা রক্ষা করেছি। আব্বার নিজের সব জমির ভাগ আমার চাচাদের দিয়ে দিয়েছি। কয়জন মা আছেন আমি জানি না যিনি নিজের জমি দেবরদের এভাবে দিয়ে দেন!!
এটাই আমার মায়ের বিশেষত্ব।উনি সারা জীবন সবার জন্য ত্যাগ স্বীকার করেছেন।মুক্তি যোদ্ধাদের উনি প্রায়ই রান্না করে খাওয়াতেন। আমরা কয় ভাইই প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ ।আমাদের সবই আছে শুধু বাপ মা নাই। এটাই কষ্ট!
যাদের বাবা মা বেঁচে আছেন সাবধান!!! তারা বাবা মাকে কষ্ট দিবেন না।উনাদের খেদমত করুন। প্লিজ অসহায় বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না।
আমার আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবেন।শুধু মা দিবস বা বাবা দিবস না।প্রতিটি দিনই হোক মা দিবস, বাবা দিবস।
দুনিয়ার প্রতিটা বাপ মা সুখে থাক।সবাই সবার জন্য দোয়া করবেন। বিশ্ব মা দিবসে সবার অংগীকার হোক আমরা মা কে ভালবাসবো,বাবাকে ভালবাসবো।