বহুপ্রতীক্ষিত জাজিরা প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু, সভাপতি-ফারুক হোসেন, সাধারণ সম্পাদক-সানজিদ মাহমুদ সুজন।
মীর ইমরান/মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ
বহু প্রতীক্ষিত শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এতে দৈনিক আমার সময় ও ঢাকা মেইল এর জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন কে সভাপতি ও আজকের শরীয়তপুর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি সানজিদ মাহমুদ সুজন কে সাধারণ সম্পাদক করে ‘জাজিরা প্রেসক্লাব’ (জেপিসি) ২ বছর মেয়াদের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ মে) বেলা ১২ টায় শরীয়তপুর জাজিরা উপজেলার, উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জু হোসেন খান।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম (দৈনিক সংবাদ মোহনা), কামাল হোসেন খান (দৈনিক গণমুক্তি), শাওন বেপারী (হৃদয়ের শরীয়তপুর),যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ আকন (দৈনিক দিন প্রতিদিন), জুবায়ের আহমেদ অমিত (দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন (দৈনিক অগ্নিশিখা), অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন (গ্লোবাল ন্যাশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন ইসলাম (দৈনিক বজ্রকন্ঠ), সহ প্রচার ও সম্পাদক নুর ,আলম মাদবর (দৈনিক মাতৃভূমির খবর), কার্যনির্বাহী সদস্য সম্রাট মিয়া (,সন্ধ্যা বানী) ও আমির হোসেন (বাংলা নিউজ)
আহ্বায়ক কমিটির প্রধান সেলিম মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সভাপতি বাবু অনল কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোবারক আলী শিকদার, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল, শরীয়তপুর ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ মোল্লা, জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুর হোসেন খান, জাজিরা পৌর মেয়র মোঃ ইদ্রিস মাদবর, সাবেক জাজিরা পৌর মেয়র আব্দুল হক কবিরাজ, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মাহমুদুল হাসান, জাজিরা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জামাল হোসেন, মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটি- সহ-সভাপতি
( দৈনিক অপরাধ কষ্ঠ, দৈনিক যুগের কণ্ঠস্বর, ফালগুনী টিভি, ডব্লিউএনএন টিভি) মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ মীর ইমরান,উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আহবায়ক কমিটির সদস্য সিরাজ জমাদ্দার, আবু তালেব ঢালী ও মাহাবুবুর রহমান শিপন
কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।