বাংলাদেশ প্রতিবেদন আহমেদ সাব্বির রোমিও : দীর্ঘদিন বড়পর্দার বাইরে ছিলেন চিত্রনায়িকা শাহনূর। তবে এবার ‘বসন্ত বিকেল’ নামে সিনেমায় আবারো অভিনয় করতে দেখা যাবে এই নায়িকাকে। চলতি মাসেই ‘বসন্ত বিকেল’ সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন রফিক শিকদার। সিনেমাটিতে শাহনূরের বিপরীতে রয়েছেন ওমর সানী।এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘অনেকদিন পর আমার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ঈদ-পরবর্তী সময়ে নিজের অভিনীত বসন্ত বিকেল সিনেমাটি আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে । এছাড়াও আমার অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে নতুন একটি সিনেমার ডাবিং শেষ করেছি। মুক্তির অপেক্ষায় রয়েছে মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘কাকতাড়ুয়া’। স্যুটিং শেষ করেছি, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’র কাজ। গাজী ফারুকের পরিচালনায় ‘মুজিব তোমায় কথা দিলাম’ নামক একটি ওবিসিতে কাজ করেছি।
উল্লেখ্য,বর্তমানে শাহনূর অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয়। পারিবারিকভাবেই তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন। এরপর থেকেই তিনি সমিতির উন্নয়নে, কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছেন।