বাগেরহাটে অবৈধ ভাবে সয়াবিন তেল মজুদ করায় ৩ ব্যাবসায়ীকে জরিমানা।
সোহেল রানা/বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করায় ৩ ব্যাবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।
বুধবার (১১ মে) দুপুরে বাগেরহাট শহরের নাগের বাজার ও তেলপট্টি এলাকায় এ অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়।
জব্দ তেলের মধ্যে পাঁচ লিটারের বোতল ৭৬০ টাকা, ২ লিটার ৩৩৫ টাকা এবং ৮ লিটার ১২৮০ টাকা করে ভোক্তা পর্যায়ে বিক্রি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অবৈধভাবে তেল মজুদের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় তেলপট্টি এলাকার মেসার্স শ্রী ভান্ডারকে ৭০ হাজার, মেসার্স সুভাষ চন্দ্র পালকে ১০ হাজার এবং পাল অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তিন ব্যবসায়ী গুদাম থেকে ৫ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও ভোক্তা অধিকার রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।