নেভাল অর্কেস্ট্রা সদস্য পরাগ রোড এক্সিডেন্টে মারা গেছেন।
কাজী আনিসঃ
একজন নিবেদিত প্রতিভাবান শিল্পী নেভাল অর্কেস্টার সদস্য ভোকাল ও গীটারিস্ট পরাগ আহমেদ গতকাল ভোররাতে রোড এক্সিডেন্টে মারা গেছেন। গতকাল রাতে পরাগ শাহবাগ ছবির হাট সংলগ্ন রেডিওপয়েন্টে বন্ধুদের সাথে গান বাজনা শেষে ফেরার পথে জাতীয় সংসদ সংলগ্ন আড়ং মোড়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া ঘাতক ট্রাক এর চাপায় তার মৃত্যু হয়।পরবর্তীতে সংবাদ পেয়ে সময় টিভির কর্মী ও শিল্পী রফিক সাদি ও রোমেল যীশু রাতেই সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা দেহ সনাক্ত করে নিশ্চিত হয়। বাংলাদেশ নেভীর সদস্যরা এবং নিহত পরাগের ছোটভাই পরবর্তী ব্যবস্থা গ্রহন করে।
পরাগ একজন ভদ্র বিনয়ী নিভৃতচারী মানুষ ছিল। বিভিন্ন ভাষার গান সে রপ্ত করেছিল।স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোটের কর্মকান্ডের সাথে জড়িত ছিলো। নাবিক জীবনের নানা অভিজ্ঞতা গানের আড্ডায় গল্পে গল্পে শেয়ার করতো। তার ছোট ভাই বলেন পরাগ একজন নিবেদিত দেশপ্রেমী সৈনিক ও শিল্পী ছিলেন।ঘাতক ট্রাক অকালে কেড়ে নিল তার প্রাণ। সুস্ঠু তদন্তের মাধ্যমে ঘাতক ট্রাক চালককে চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তি ও বিচারের দাবী জানিয়েছে তার পরিবার।