কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
তমাল মজুমদার খোকনঃ
আজ সকাল ১০টায় মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোঃ আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক প্রক্রিয়া আরো গতিশীল করার লক্ষ্যে প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগ বর্ধিত সভা করার সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।