নতুন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘এখন’
দেশে আরেকটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আসছে।
জানা গেছে, সিটি গ্রুপের মালিকানাধীন এই চ্যানেলটি দেশের ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। তারা দাবি করছে, এটি হবে ব্যবসা-বাণিজ্যভিত্তিক দেশের প্রথম টেলিভিশন।
প্রথমে চ্যানেলটির নাম ছিল ‘স্পাইস টিভি।’ একপর্যায়ে শোনা যাচ্ছিল, এটির নাম হতে পারে ‘বাজার সংবাদ।’ কিন্তু টিভি স্টেশনের এমন নামে অনেকেরই আপত্তি ছিল। একপর্যায়ে চ্যানেলটির নামকরণ হয় ‘এখন।’
‘এখন’ চ্যানেলটি বেশ কয়েকটি ব্যতিক্রমধর্মী কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে। পরীক্ষামূলক সম্প্রচারে তার কিছু নমুনাও দেখা যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ‘এখন টিভি।’ যা দেশের অন্য কোনো চ্যানেলে নেই।
এর আগে সিটি গ্রুপ এবং উদ্ভাবনী মেধাসম্পন্ন সাংবাদিক তুষার আবদুল্লাহ ভাই ‘সময় টিভি’ স্টেশনটিকে দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হিসেবে দাঁড় করিয়েছেন। ‘এখন’ দিয়েও তারা সর্বোচ্চ শিখরে পৌছানোর প্রয়াস চালাবেন বলে জানা গেছে। মিডিয়া ওয়াচ