লক্ষ্মীপুরে জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের ইদ পুণর্মিলনী
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদীতে জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের ইদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার (০৭/০৫/২০২২) সন্দ্যায় উত্তর হামছাদীর মন্ডলতলী বাজারস্থ পাঠাগারের আঙ্গিনায় এ ইদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। পাঠাগারের সভাপতি সেলিম হোসেন জন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সাধারণ সম্পাদক তকীউদ্দিন মুহাম্মদ আকরাম,পাঠাগারের উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুর রহিম শরীফ,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোল্লা মোঃ ওমর ফারুক,পাঠাগারের উপদেষ্টা শরীফ ভূঁইয়া,মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শংকর মজুমদার। স্বাগত বক্তব্য প্রদান করেন, পাঠাগারের সাধারণ সম্পাদক কামাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন,সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের উপদেষ্টা ও সাবেক ইউপি মেম্বার বেলাল হোসেন।
উল্লেখ্য,অনুষ্ঠানে জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের উপদেষ্টা ও কার্যকরী পরিষদেরও অভিষেক অনুষ্ঠিত হয়।