প্রথম ধাপে বাজারে উঠল সাতক্ষীরার আম।
আব্দুর রহিম/সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরায় প্রথম ধাপে বাগান থেকে পরিপক্ক আম বাজারজাত করা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মে) সকালে সাতক্ষীরা জেলার প্রতিটি আম বাগান থেকে প্রথম পর্যায়ে আম চাষিদের গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ কয়েক প্রজাতির আম পাড়ার অনুমতি দেয় জেলা প্রশাসন।
সকালে জেলার বিভিন্ন আমবাগান থেকে আম পেড়ে তা সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন পাইকারি বাজারে বাজারজাত করছেন আম চাষি ও ব্যবসায়ীরা।
এদিকে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী ধাপে পর্যায়ক্রমে আগামী ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া এবং ১ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা হবে।
তবে নির্ধারিত সময়ের আগে যদি কোনো ব্যবসায়ী বা চাষি অপরিপক্ক আম পেড়ে বাজারজাত করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান সাতক্ষীরার জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ন কবির।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর সারা দেশ থেকে ৬০০ মেট্রিক টন আম বিদেশে রফতানি করা হবে। এর মধ্যে সাতক্ষীরা থেকে ১০০ মেট্রিক টন আম রফতানি করা হবে। এ নিরাপদ আম রফতানির কাজে নিয়োজিত চাষিদের বছরজুড়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা নানা প্রশিক্ষণ দিয়ে থাকেন।
উল্লেখ্য, ভৌগলিক কারণে দেশের সাতক্ষীরা জেলায় প্রথম আম পাকে। তাই মৌসুমের প্রথমে সাতক্ষীরার এ সুস্বাদু আমের চাহিদা ফল প্রেমীদের কাছে অনেক বেশি প্রিয়। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এ আম ইউরোপের বিভিন্ন দেশে রফতানিও হয়ে থাকে