লক্ষ্মীপুর সদর উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর হামছাদী যুব সংঘের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ইদ পুণর্মিলনী বুধবার (০৪/৫/২০২২) সকালে উত্তর হামছাদীস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। সাইফুল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সাধারণ সম্পাদক তকীউদ্দিন মুহাম্মদ আকরাম,১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোল্লা মোঃ ওমর ফারুক,ইউপি মেম্বার মিজানুর রহমান মিষ্টার ভূঁইয়া,শিক্ষক ও সমাজসেবক মঞ্জু হোসেন,মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শংকর মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইউসুফ খন্দকার। সংগঠনের সভাপতি ইউনুস সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন,জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের সভাপতি মোঃ সেলিম হোসেন ঝন্টু,শিক্ষক নেতা শিক্ষক নেতা সেলিম পাটওয়ারী,সমাজসেবক কে এম হাসান ,জনতা পাঠাগার ও সমাজসেবা সংঘের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য,উত্তর হামছাদী নবজাগরণ যুব সংঘের তত্বাবধানে লক্ষ্মীপুর জেলার অন্যতম দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সেইফ হসপিটাল এবং সেইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হিয়ারিং সেন্টার কর্তৃক উত্তর হামছাদী ইউনিয়নের মানুষের জন্য প্রতিষ্ঠানসমুহের সকল কাজে বিশেষ ছাড়ের ব্যাবস্থা করা হয়। অনুষ্ঠানে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।