শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
নিয়ম ভেঙে উখিয়া ও টেকনাফেট বিভিন্ন ক্যাম্পের বাইরে এসে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা ৪৪৩ জন রোহিঙ্গাকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার দুপুরে ও বিকালে সৈকতের সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বেশির ভাগ শিশু ও নারী রয়েছেন । আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানা হেফাজতে আনা হয়।
এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে এসব রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত আটক ৪৪৩ জনের মধ্যে নারী ও বেশিরভাগ শিশু। পুলিশ পৃথকভাবে বিভক্ত হয়ে এখনও অভিযান অব্যহত রেখেছে।
তবে আটক রোহিঙ্গারা বলছেন, তারা ঈদকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র দেখতে এসেছেন। সমুদ্র দেখে বিকালে ঠিকই তারা ফিরে যেতেন বলে জানান আটক এক রোহিঙ্গা নারী।
আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার পর শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) সেলিম উদ্দিন।