তাহিরপুর সীমান্তে শিশুদের ঝগড়া নিয়ে বাড়ি ঘরে হামলা,আহত ১০।
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়ে নারীসহ ১০জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হল,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন চারাগাও গ্রামের ওহেদ মিয়া(৪৭),সোহাগ মিয়া(৩০),সুফিয়া খাতুন(৬০),মোঃ শফিক মিয়া(৪০) ও বীর মুক্তিযোদ্ধা কাছম আলী(৮২)।
সোমবার বিকেল পাচঁটায় সময় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন চারাগাও এলসি পয়েন্ট এলাকার ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন চারাগাও এলসি পয়েন্ট এলাকার রেজাউল মিয়া(১৫) ও জাকির মিয়ার(১৭) মধ্যে দুপুরে ঝগড়া হয়। এরপর বিকেলে জাকির হোসেন(২৫),সুমন মিয়া(২০),নবী হোসেন(২২),জামাল মিয়া দেশীও অস্ত্র সস্ত্র নিয়ে রেজাউল মিয়ার(১৫)বসত বাড়িতে হামলা চালায়। এসময় ওহেদ মিয়া(৪৭),সোহাগ মিয়া(৩০),মোঃ শফিক মিয়া(৪০),সুফিয়া খাতুন(৬০),বীর মুক্তিযোদ্ধা কাছম আলী(৮২)বাঁধা দিলে তাদের দেশীও অস্ত্র সস্ত্র দিয়ে গুরুত্ব আহত করে হামলাকারীরা।
এসময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এঘটনায় ওহেদ মিয়া(৪৭),সোহাগ মিয়া(৩০),সুফিয়া খাতুন(৬০),মোঃ শফিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার জানান, এই ঘটনার বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ এখনও পাই নি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।