আহমেদ সাব্বির রোমিও : ড. শেখ মহঃ রেজাউল ইসলাম সাংস্কৃতিক অংগনে একটি পরিচিত নাম।বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এবারের ঈদে তাঁর প্রযোজনায় ধারাবাহিক নাটক “যেমন কম’ তেমন ফল ” প্রচারিত হবে এসএটিভিতে ঈদের দিন রাত ১০.৩০ থেকে পরবর্তী সাত দিন একই সময়ে। এই নাটকে তিনি অভিনয়ও করেছেন অত্যন্ত সফলভাবে। স্কুল জীবন থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক কম’কান্ডের সাথে জড়িত ছিলেন। এর ধারাবাহিকতায় এখনো তিনি এগুলো চালিয়ে যাচ্ছেন।তাঁর লেখা মুক্তি যুদ্ধ ভিত্তিক নাটক ” মতি পাগলার দিন কাল” বেশ সাড়া যুগিয়েছিল।
এ ছাড়া তাঁর লেখা দেশাত্মবোধক জারী গান সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন নাটকে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে বাসন্তীপুর,সুখপাখি,সোনালী আঁশ স্বনা’লী দিন,আশ্রয়, সুরক্ষা,বিধবা পরিবার, টেলিফিল্ম আচরণ উল্লেখযোগ্য। তিনি অনেকগুলো নাটকের সংগীত পরিচালনার দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে মুখোমুখি হয়েছিলাম অত্যন্ত বনা’ঢ্য জীবনের অধিকারী ড. রেজাউল ইসলাম এঁর সাথে।আপনার প্রযোজনায় এবারের ধারাবাহিক নাটক যেমন কম’ তেমন ফল নিয়ে আপনি কতটা আশাবাদী। তিনি জানালেন অত্যন্ত ব্যতিক্রম ধমী’ এই ধারাবাহিক নাটক সবার ভালো লাগবে।

নাটকটির মধ্যে আছে মেসেজ, আছে বিনোদন।উল্লেখ্য তিনি নিজেও এই নাটকে অভিনয় করেছেন। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ড. রেজাউল ইসলাম সব জায়গায়ই অত্যন্ত ভালো রেজাল্ট করেছেন। এ প্রসংগে তিনি জানান, শুদ্ধ সাংস্কৃতিক চর্চা করলে মন ভালো থাকে। এতে পড়াশোনার কোন ক্ষতি হয় না বলে তিনি মনে করেন। অনেকটা সখের বশেই তিনি নাটক বানান,মন চাইলে অভিনয় করেন।এসএটিভিতে প্রচারিতব্য নাটক “যেমন কম’ তেমন ফল” দেখার আমন্ত্রণ জানান তিনি। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ১০.৩০ টায়।পরবর্তী ৭ দিন একই সময়ে নাটকটি প্রচার হবে। নাটকটি রচনা করেছেন বরজাহান হোসেন। এবং পরিচালনায় ছিলেন সঞ্জীব দাস। এই নাটকে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন, দিলারা জামান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, তারিক স্বপন,সুজাত শিমুল, সোমা ফেরদৌস, আইরিন তানি ।