তাহিরপুরে পাহাড়ি ঢলে ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে সহায়তা।
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পাহাড়ি ঢলে
কৃষক ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে শুকনো খাবার, চাল ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত পৈন্ডুপ, সাহেবনগর, রামজীবনপুর, কামদেবপুর, জালালপুর, রাজদরপুর গ্রাম পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিকট কিছু সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির।
এসময় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মোরাদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির জানান,ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা বিতরণ চলমান রয়েছে। সরকার তার সাধ্যানুযায়ী জনগণের পাশে আছে, থাকবে। মহান সৃষ্টিকর্তা সকলকে হেফাযত করুন।