তাহিরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ শে এপ্রিল) তাহিরপুর মধ্য বাজার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কায্যালয় প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবিন রাজনিতীবিদ আলহাজ্ব আব্দুস সোবহান আখঞ্জি,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহঃ দপ্তর সম্পাদক শাহিন রেজা,আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান, সদস্য আজিজুল হক, আওয়ামী লীগ ওযার্ড সাধারন সম্পাদক এমদাদ নুর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা সামায়ুন কবির সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।