টংগী পূর্ব থানা আওয়ামী তাতী লীগের নতুন কমিটি গঠন।
টংগী প্রতিনিধিঃ
গাজীপুর টংগীতে টংগী পূর্ব থানা আওয়ামী তাতী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে, সভাপতি নির্বাচিত হয়েছে জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছে মহাসিন ইসলাম আকাশ।
৩০ তারিখ সন্ধ্যায় গাজীপুর মহানগর আওয়ামী তাতী লীগের সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক আমান মিয়ার স্বাক্ষরে ১৭ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে
১)মোঃ সুমন সরদার
২)মোঃ শফিউদ্দিন শিপ্লু
৩)মোঃ শাহেন শাহ
৪)মোঃ আব্দুল্লাহ খান
৫)মোঃ আলমগীর হোসেন
৬)মোঃ বাবুল খান
৭)মোহাম্মদ আলী
৮)মোঃ ইমান শিকদার
যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে
১)মোঃ জাহিদুল ইসলাম আসিফ
২)মোঃ আব্দুল আহাদ
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে
১)মোঃ জুয়েল মোল্লা
২)আরিফুল ইসলাম মোল্লা
৩)মোঃ সোহেল উকিল
৪)মোঃ মেহেদী হাসান জসিম
দপ্তর সম্পাদক আরিফ খান জয়
ও সদস্য সোহাগ মিয়া।