খাড়েরার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার প্রদান।
সিয়াম মাহমুদ/ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলাধিন কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৬ ব্যাচ এর উদ্যোগে ৪০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১ই মে রোজ রবিবার রাতে ৪০ টি অসহায় পরিবারের বাড়িতে প্রজেক্ট হাসি মুখের ঈদ উপহার পৌঁছে দিয়েছে খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রাক্তন শিক্ষার্থীদের এই “প্রজেক্ট- হাসি মুখ”র ঈদ উপহারে ছিলো পোলাউর চাউল, সেমাই, তেল, চিনি, নুডুলস, পেয়াজ ও দুধ।
এই বিষয়ে প্রজেক্ট- হাসি মুখ’র উদ্যোক্তা খা. মোহাম্মদীয়া উ. বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী (বর্তমান কুয়েট শিক্ষার্থী) মোঃ শরীফুল ইসলাম বলেন, আমাদের খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় এস.এস.সি-২০১৬ ব্যাচ কর্তৃক যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল, তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমবারের মতো খুব ছোট পরিসরে করার চেষ্টা করেছি, তারপরও সকলের সহায়তায় আমরা ধামসার এবং খাড়েরার কিছু অংশের ৪০ টি গরীব-অসহায় পরিবারকে ঈদ উপহার দিতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, এসব মানবিক কাজে যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমার পাশে ছিল আমাদের ব্যাচের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি নাম প্রকাশে অনিচ্ছুক আমার ইউনিভার্সিটির বড় ভাইকে। দোয়া করবেন যেন প্রতিবার আমরা এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখতে পারি।