এ বছর ছয় গুণীজনকে সম্মাননা দিয়েছেন ডিরেক্টরস গিল্ড। তারা হলেন- নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, নির্মাতা ও অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা ও অভিনেতা মাসুম আজিজ, নির্মাতা ও অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, নির্মাতা ও চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব।
‘ইফতার ও গুণীজন সম্মাননা’ শিরোনামের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ,মোঃ কামরুজ্জামান বিপিএম এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) মোঃ ফারুক হোসেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ) এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব শিল্পী, নাট্যকার, নাট্য প্রযোজক, বিজ্ঞাপন এজেন্সির প্রতিনিধি ও চ্যানেল কর্তৃপক্ষ। ডিরেক্টরস গিল্ডের এ অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন।