বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক এর উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর পক্ষ থেকে এ ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয় । ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি চরমাদ্রাজ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির সরমান, সহসভাপতি উত্তর চরমানিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালেহ উদ্দিন, মিয়াজানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম শরীফসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।