স্বাউসাজো(স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট)এর উদ্যোগে পথশিশু ও উদ্বাস্তু দের সাথে ইফতার।
কাজী আনিসঃ
স্বাউসাজো (স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট)এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতা উদ্যানে মাওলার বটতলায়(ছবির হাট গেট সংলগ্ন)ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মুক্ত মঞ্চ উদ্যান কেন্দ্রীক পথশিশু ও দুস্থ মানুষের সাথে ইফতার করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দর্পন জামিল সহ বিভিন্ন মিডিয়া কর্মী, ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।