মুজিব বর্ষ উপলক্ষে চরফ্যাশনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ১২০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চরফ্যাশনের ৫টি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ঈদ উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের দুই শতাংশ জমিসহ আধাপাকা টিনসেট দুই কক্ষ বিশিষ্ট এ ঘর দেয়া হয়। সারাদেশের ন্যায় ভার্চুয়াল সভা’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমি ও গৃহ প্রদানের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানাযায়,মুজিববর্ষ উপলক্ষে অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চরফ্যাসন উপজেলায় ঘর প্রতি ২ লক্ষ ৫৯ হাজার ৫শ’ টাকা ব্যয়ে ১২০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। চরফ্যাশন উপজেলার জাহানপুর, নজরুল নগর, চর মানিকা, জিন্নাগড়,ও রসুলপুর ইউনিয়নে ১২০টি দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘরের ছাউানীতে ব্যবহার করা হয়েছে রঙ্গীন টিন। রয়েছে স্বাস্থ্যসম্মত শৌচাগাড় ও বিদ্যুৎ সুবিধা। এদিকে প্রধানমন্ত্রীর বিশেষ এ উপহার পেয়ে গৃহহীন দরিদ্র পরিবারগুলো এ স্বপ্নের ঠিকানা পেয়ে বেশ খুশি।উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল জানান, মুজিব বর্ষ উপলক্ষে ৩৪০টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। স্বচ্ছ ভাবে এই ঘরগুলোর গুনগত মানধরে রাখার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না করে মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্দেশে ১২০টি ঘর নির্মাণ করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এম মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সাদেক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান তালুকদার,উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন প্রমুখ।