শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার।।
কক্সবাজার জেলার টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ইসলাম গ্রুপের সক্রিয় দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর সদস্যরা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (২৪এপ্রিল) ভোরে হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ/১ ব্লক এলাকায় অভিযান চালিয়ে কথিত ‘‘ইসলাম গ্রুপ’’ এর সদস্য দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেন।