মোঃ রিফাত, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
স্বেচ্ছায় রক্তদানকারী মানবিক সংগঠন বন্ধন। রক্তদানের পাশাপাশি এ সংগঠনের সকল সদস্যরা বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ অসামান্য অবদান রেখে যাচ্ছেন। পবিত্র মাহে রমজান মাসে মাদ্রাসার এতিম শিশুদের জন্য এ বছরও আয়োজন করেছে ইফতারের।
মুরাদনগর উপজেলাধীন জাহাপুর ইউনিয়নের দরিকান্দি গ্রামের জামালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষার্থীদের মাঝে গতকাল শনিবার উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।বন্ধন স্বেচ্ছায় রক্তদান সংগঠন স্বেচ্ছাসেবীদের নিজস্ব অর্থায়নে প্রায় 200 জন মুসল্লির ইফতারের আয়োজন করা হয়েছে।
বন্ধনের সহ-সভাপতি এস.এম.হাসনাত জামান বাংলাদেশ প্রতিবেদনকে বলেছেন, “বন্ধন সংগঠনটি রক্ত দানের পাশাপাশি শুরু থেকেই সাধারণ মানুষের পাশে সকল বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছে। আমরা আশা রাখি ভবিষ্যতেও আমরা একইভাবে সাধারণ মানুষের পাশে থাকবো।”