আবারো সেই অবহেলিত বিরাজ কুমার দাসের খোলা চিঠি।
মাননীয় অর্থ মন্ত্রী ও মাননীয় প্রধান মন্ত্রী বরাবর খোলা চিঠি:- আমি বিরাজ কুমার দাস জাতীয় পরিচয় পত্র নং ১৯৫৯৪১২২৩০৩৭৮২৯২৫ অবসর প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আমার জন্ম তারিখ ০১/০৭/১৯৫৯ সে মোতাবেক আমি গত ইং ০১/০৭/২০১৯ তারিখ পেনশনে গমন করি। জাতীয় বেতন ষ্কেল ২০১৫ এর ঘোষনা অনুযায়ী সরকারী কর্মচারী পেনশন ভোগীদের প্রতি বৎসর ১ জুলাই তারিখে ৫% বেতন বৃদ্ধির বিধান রয়েছে। দুঃক্ষের বিষয় আমি ০১/০৭/২০১৯ তারিখের ৫% বদ্ধিত বেতন পাইনি। এ বিষয়ে সংশিলষ্ট কতৃপক্ষের নিকট অনেক আবেদন -নিবেদন করেও কোন ফল পাইনি। এক্ষণে আমি এ বিষয়ে মাননীয় অর্থ মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষন করছি। আমার নাম: বিরাজ কুমার দাস গ্রাম: কৃষ্ণনগর ডাক+উপজেলা: ঝিকরগাছা জেলা : যশোর।মোবাইল নং ০১৭০১২৩৮৩০৪