এম এ আশরাফ, ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে তিন লাখ বিশ হাজার গোলদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৭ ড্রাম গোলদা রেনু পোনা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বিভিন্ন জায়গায় চিংড়ি রেনু বেচাকেনা হয় এবং রাতে ভোলার উদ্দেশ্যে মাহিন্দ্রা করে চিংড়ি রেনু পাচার হওয়ার এমন সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ধাওয়া করলে, তারা ড্রাম রেখে পালিয়ে যায়।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজুর হাসনাইন জানান, মেঘনা নদী থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার হওয়ার সময় ড্রাম ভর্তি ৭ ড্রাম চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা হয় যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারেক হাওলাদারের নির্দেশে জব্দ করা চিংড়ি রেনু আনসার, সাংবাদিক ও সাধারণ জনগণের সামনে উপজেলা পুকুরে অবমুক্ত করা হয়।