মানিকগঞ্জে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।
এস কে সুমন মাহমুদ/মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৪ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা ব্রিজ সংলগ্ন মাছের আড়ত এবং উপজেলার চামটা খাসড়াকুড়ি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা ও রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. নজরুল ইসলাম।
গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলী এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. রকি (২২), সদর উপজেলার চামটা খাসড়াকুড়ি এলাকার সিরাজ ফরাজীর ছেলে আলতাব হোসেন (৪৪) এবং গিলন্ড এলাকার মৃত আক্কাছ মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৫)।
ডিবির ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের দিকনির্দেশনায় মাদক নির্মূল অভিযানে কাজ করছে জেলা গোয়েন্দা শাখা। এরই পরিপ্রেক্ষিতে সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বেউথা এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ রকি ও চামটা খাসড়াকুড়ি এলাকা থেকে ৪৪ গ্রাম হেরোইনসহ আলতাব হোসেন এবং ফারুক মোল্লাকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা দায়েরের বিষয় প্রক্রিয়াধীন বলে জানান তিনি।