বাগেরহাটে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু।
সোহেল রানা/বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটঃ জেলার শরণখোলা উপজেলায় পানিতে ডুবে মারিয়া আক্তার নামের এক ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া একই গ্রামের মনির হাওলাদারের মেয়ে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, উপজেলায় মারিয়া আক্তার নামে ছয় বছরের এক শিশু শনিবার দুপুরের কোনো একসময় সবার চোখের আড়ালে বাড়ির পুকুরে পড়ে যায়।পরে পুকুর তল্লাশি করে উদ্ধার করার পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।